স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে উইন্ডিজ। অ্যান্টিগায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারানো ক্যারিবিয়ানরা দ্বিতীয় ম্যাচ খেলবে সেন্ট লুসিয়ায়। আগামী ২৪ জুনের এই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ক্রিকেট উইন্ডিজ।
অ্যান্টিগা টেস্টে দলে থাকা ক্রিকেটাররাই আছেন এ টেস্টের দলে। ক্যারিবীয় প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘অ্যান্টিগায় আমরা দারুণ জয় পেয়েছি। আমাদের দল অনেক ভালো খেলেছে। যেটা আমাদের এ টেস্টে অনেক আত্মবিশ্বাস জোগাতে পারে। আমাদের দলে ভালো কয়েকজন ক্রিকেটার রয়েছেন। তাদের ওপর আমাদের আস্থা আছে।’
উইন্ডিজ স্কোয়াডঃ ক্রেইগ ব্রাথওয়েট, জারমেইন ব্লাকউড, এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপস, রেইমন রেইফার, কেমার রোচ, জেইদেন সিলস ও ডেভন থমাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০