স্পোর্টস ডেস্কঃ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ভুটানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ৫ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ম্যাচ দুটি খেলতে ৩০ আগস্ট থিম্পু যাবেন জামাল ভুঁইয়া-সোহেল রানারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বাফুফে খুব করে চেয়েছিল ভুটানের বিপক্ষে ম্যাচ দুটি আয়োজন করতে। ঘরের মাঠের সুবিধা নিয়ে ভুটানের বিপক্ষে খেলার চেষ্টা করেও পারেনি বাফুফে। ভুটান প্রথম বাংলাদেশে এসেই ম্যাচ দুটি খেলতে চেয়েছিল। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী পরিস্থিতিতে মত পাল্টিয়েছে ভুটান। তাই বাংলাদেশকে এখন অ্যাওয়েতে গিয়েই ম্যাচ দুটি খেলতে হবে।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আগামী মার্চে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাইয়ে ৪ নম্বর পট থেকে ৩ নম্বর পটে আসার সম্ভাবনা আছে। তাতে তুলনামূলক কম শক্তির দল পাওয়া যাবে গ্রুপে। তবে ভুটানের মাটিতে ভুটানকে হারানো কঠিনই বাংলাদেশের জন্য। এদিকে বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১১ জুন। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হেরেছে লেবাননের কাছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০