সেমিফাইনালের একাদশ নিয়ে ফাইনালে খেলছে পাকিস্তান-ইংল্যান্ড

0
118

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। রোববার মেলবোর্নে ফাইনালের একাদশ অপরিবর্তিত রেখেছে দু’দল। অর্থাৎ সেমিফাইনালে খেলা সকল ক্রিকেটাররাই আছেন ফাইনালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এরপর উইন্ডিজে অনুষ্ঠিত ২০১০ আসরে শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। এবার এই ফরম্যাটের বিশ্বকাপে শিরোপার জোড়া পূর্ণ করার সুযোগ দু’দলের সামনেই।

ফাইনালে ইংল্যান্ড একাদশে মার্ক উড কিংবা ডেভিড মালানের জায়গা হলো না। খেলবেন ক্রিস জর্ডান ও ফিল সল্ট। অন্যদিকে পাকিস্তানও তাদের একাদশে কোনো পরিবর্তন আনে নি। ফর্মে থাকা শাহিন আফ্রিদি-মোহাম্মদ নওয়াজদের উপরই ভরসা রেখেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ড একাদশ-
জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও আদিল রশিদ।

পাকিস্তান একাদশ-
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, মোহাম্মদ হ্যারিস, ইফতিকার আহমেদ, শাদব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here