সেমিফাইনালে সবটা উজাড় করে দেওয়ার প্রত্যয় ইন্টার কোচের

0
88

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলান। আগের লেগে পর্তুগিজ দলটির বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ইতালির জায়ান্টরা। তাতে দুই লেগ মিলিয়ে ইউরোপ সেরার লড়াইয়ে শেষ চার নিশ্চিত করল তারা। ৫-৩ গোলে জিতে সেমিফাইনালে পা দিয়েছে মিলানের দলটি।

সবশেষ ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছিল ইন্টার মিলান। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। তবে এবার চ্যাম্পিয়ন হবে কিনা সেটা জানা যাবে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াই শেষে। সেমিতে তাদের প্রতিপক্ষ এসি মিলান। আগামী ৯ ও ১৬ মে’র সেমিফাইনালে খেলবে ইন্টার। আর সেখানে নিজেদের সবটা উজাড় করে দিতে চান কোচ সিমোন ইনজাগি।

বেনফিকাকে হারিয়ে ইনজাগি বলেন, ‘ছেলেদের এই যাত্রা নিয়ে আমি খুশি। আমরা বায়ার্ন ও বার্সার সঙ্গে খুব কঠিন গ্রুপ থেকে শুরু করেছিলাম, কিন্তু আমরা ভালো খেলেছি, ভক্তদের সঙ্গে ঐক্যবদ্ধ ছিলাম, যারা আমাদের অনেক সাহায্য করেছে।’

ইন্টারের কোচ আরো বলেন, ‘আমরা প্রতিদিন কাজ করি এমন সব দিন উপভোগ করার জন্য, যা ইন্টারে দীর্ঘদিন অনুপস্থিত ছিল। আমরা জানি, এখানে সবার জন্য এই ডার্বির অর্থ কী। আমরা খুশি এবং আমরা আমাদের সেরাটা মেলে ধরব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here