স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। অজি এই কিংবদন্তী এক দিনের ক্রিকেটে আর খেলবেন না। গত রাতে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের কাছে চার উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন স্মিথ। তার ব্যাটে চড়েই অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে ২৬৪ রান করেছিলো। তবে ম্যাচ হেরে যাওয়ার পর অজি অধিনায়ক স্মিথ অবসরের সিদ্ধান্ত নিলেন।
সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৯৬ বলে ৭৩ রানের শেষ ইনিংসটা হয়ত স্মিথের ওয়ানডে ক্রিকেটের স্মৃতি হয়ে থাকলো আজীবনের জন্য। ৩৫ বছর বয়সে ১৭০ ওয়ানডে ম্যাচে ৫ হাজার ৮০০ রান আর ২৮ উইকেট নিয়ে এক দিনের ক্রিকেট থেকে বিদায় নিলেন তিনি।
অস্ট্রেলিয়ার ‘কিংবদন্তী’ ক্রিকেটার স্মিথ। প্রজন্মের সেরা চারজনকে নিয়ে বহুল আলোচিত ‘ফ্যাব ফোর’ এর একজন ছিলেন স্মিথ। ওয়ানডে থেকে বিদায় নিলেও অস্ট্রেলিয়ার টেস্ট ও টি-২০ দলে দেখা যাবে তাকে। অস্ট্রেলিয়া দলকে ২০২৭ বিশ্বকাপের জন্য তৈরি হতে পর্যাপ্ত সময় দিতে চান স্মিথ। পরের বিশ্বকাপের চিন্তা করেই অবসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিদায় বার্তায় স্মিথ বলে, ‘এখন ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়, তাই আমি মনে করি সরে যাওয়ার এটাই সঠিক মুহূর্ত। দারুণ একটা যাত্রা ছিল। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ মুহূর্ত ও দুর্দান্ত স্মৃতি রয়েছে। দুটি বিশ্বকাপ জেতা ছিল একটি বিশাল অর্জন। সঙ্গে ছিল অসাধারণ সব সতীর্থ যারা এই যাত্রায় আমার সঙ্গী হয়েছে।’
টেস্টকে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে তিনি বলেন,, ‘টেস্ট ক্রিকেট এখনও আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এরপর দেশে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মুখিয়ে আছি। আমি মনে করি, আমি এখনও এই পর্যায়ে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখি।’
ওয়ানডেতে দেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় ১২তম স্থানে থেকে ক্যারিয়ার শেষ করলেন স্টিভ স্মিথ। স্মিথের ১২ সেঞ্চুরির চেয়ে বেশি শতক আছে মোটে ৫ জনের। আর সেখানে গড় বিবেচনায় ডেভিড ওয়ার্নারের পরেই আছে স্টিভ স্মিথের নামটা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০