স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানকে হারাতে পারলে মিলবে সেমিফাইনালের টিকিট। সেমির আশা নিয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাট করতে হবে বাবর আজমদের পাকিস্তানকে।
দিনের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ডস হারিয়ে দেওয়ায় বাংলাদেশ পাকিস্তান ম্যাচে জয়ী দল সেমিফাইনাল খেলবে। প্রোটিয়াদের পয়েন্ট পাঁচ। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যে দল জিতবে তাদের পয়েন্ট হবে ৬।
সেমির আশা নিয়ে বাংলাদেশ দল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট চার করে। তবে নীট রানরেটে এগিয়ে থাকায় পাকিস্তান তিনে, বাংলাদেশ চারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০