নিজস্ব প্রতিবেদকঃ লাক্কাতুরার কোল ঘেঁষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিষাদের সুর। মেঘলা দিনে মাঠে আসা দর্শকরা হতাশায় বুদ। মাঠে নিজ দেশের পরাজয় দেখতে কারই ভালো লাগে!
নারীদের এশিয়া কাপে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। আর এই হারে সেমির পথ কঠিন করলো টাইগ্রেসরা। সেমি ফাইনালে যাওয়ার আশা খানিকটা ফিকে হয়ে গেছে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে ৭ ওভারে লক্ষ্য ছিল ৪১। তবে নির্ধারিত সেই ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭ রানের বেশি তুলতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। অল্প লক্ষ্য থাকলেও, নিজেদের ব্যাটিং বুদ্ধিমত্তায় হার দেখতে হয়েছে বাংলাদেশকে।
শেষ দুই ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। ১৪ রানের প্রয়োজন ছিল সেই দুই ওভারে। তবে ষষ্ঠ ওভারে এসে ৪ উইকেট খুইয়েছে স্বাগতিকরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ১১ রান। কিন্তু নিতে পারেনি বাংলাদেশ। ৭ রান পর্যন্ত নিতে পারে দল। হার দেখে ৩ রানের।
দলের পক্ষে সর্বোচ্চ ১১ বলে ১ ছক্কায় ১২ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর বাইরে কেউই ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
শ্রীলঙ্কার হয়ে ২ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ইনোকা রানাভিরা। ওশাদি রানাসিংহে ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলতে পারেনি শ্রীলঙ্কা দল। বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৮.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৮৩ রান।
দলের পক্ষে ৩১ বলে ২ বাউন্ডারিতে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত ছিলেন নীলাক্ষি ডি সিলভা। এছাড়া ওপেনার হরষিতা সামারাবিক্রমা ৩১ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান করেন।
এই জয়ে সেমি ফাইনাল নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে দল। অপরদিকে স্বাগতিক শিবিরে হতাশা ভর করেছে। সেমি ফাইনালে যেতে হলে পরের ম্যাচ তো জিততেই হবে, সেটাও হতে হবে বড় ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা