স্পোর্টস ডেস্কঃ বড় হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের লড়াই থেকে বাদ পড়ল জিম্বাবুয়ে। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে ক্রেইগ অ্যারভিনের দল। অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ব্যাট করে ডাচদের ১১৮ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। মাত্র ৫ উইকেট হায়িয়ে জয়ের দেখা পায় নেদারল্যান্ড। টানা তিন ম্যাচ হারার পর তাদের এটি প্রথম জয়। এই হারে জিম্বাবুয়ের সেমির স্বপ্ন এখানেই শেষ হলো।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই সাবধানী ডাচরা। দলীয় ১৭ রানে স্টেফান মাইবার্গকে হারালেও টম কুপারকে নিয়ে ৭৩ রানের জুটি করেন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলা ম্যাক্স ও’ডাউড। তবে শেষ ২৬ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে যায় ডাচরা। কিন্তু লক্ষ্য সহজ হওয়ায় শেষ পর্যন্ত আর বিপদে পরতে হয়নি এডওয়ার্ডসের দলের।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেন সিকান্দার রাজা এবং শন উইলিয়ামস। দুজনের জুটিতে উঠে ৪৮ রান। তবে তাদের জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পরে জিম্বাবুয়ের ইনিংস। দলের কঠিন অবস্থার মাঝে ২৪ বলে ৪০ রানের এক ইনিংস খেলেন রাজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০