স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকায় কোয়ার্টারফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে তার আগে স্বস্তিতে নেই কোচ লিওনেল স্কালোনি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ের আগে দলের যে সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি আছেন চোটে।
সম্প্রতি চোট নিয়ে বেশ ভুগছেন মেসি। ফলে গ্রুপের শেছ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠই নামেননি তিনি। শুক্রবার কোয়ার্টারফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেমিতে যাওয়ার লড়াইয়ে মূল একাদশে শুরু থেকেই মেসিকে চান স্কালোনি।
শেষ আটের লড়াইয়ের জন্য প্রস্তুতুি শুরু করেছে আর্জেন্টিনা। তবে মেসি চোটের জন্য অনুশীলনে নামতে পারছেন না। স্কালোনি মেসির জন্য শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। তিনি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ ফিট মেসিকেই চান।
হিউস্টনে দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি মেসি নিজের ফিটনেস নিয়েও কাজ করছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি এখন আগের চেয়ে ভালো বোধ করছেন। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রকাশিত ভিডিওতে মেসিকে বল নিয়ে অনুশীলন করতেও দেখা গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post