নিজস্ব প্রতিবেদক: হয়তো ফাইনালের আগেই আরেকটা ফাইনাল। আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপের শিরোপা প্রত্যাশী দু’দলই। গ্রুপ পর্বে দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দল সেমি ফাইনালের লড়াইয়ে নামছে আজ।
উপজেলা কাপের শিরোপা প্রত্যাশী দু’তিনটি দল থাকলে তাদের মধ্যে সবার আগেই থাকবে এ দুই উপজেলার নাম। আজ সন্ধ্যা ৬ টায় সিলেট জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে যাওয়ার টিকিট নিশ্চিত করতে প্রথম কোয়ার্টারফাইনালে মাঠে নামবে শক্তিশালি এদু’টি দল।
টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাইঘাটকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করে সিলেট সদর উপজেলা ফুটবল দল।
অপর দিকে ওসমানীনগর উপজেলা গ্রুপ পর্বে গোল বন্যা ছুটিয়ই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে দুর্বল জকিগঞ্জকে দলটি হারিয়েছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০