সেমি ফাইনালের আগে আত্মবিশ্বাসী ভারত

0
69

নিজস্ব প্রতিবেদকঃ হট ফেবারিট হয়ে সিলেটে খেলতে এসেছে ভারত দল। আসরজুড়েই ব্যাটে-বলে দুর্দান্ত পারফম্যান্সও দেখিয়েছে দলটি। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। যদিও পাকিস্তানের বিপক্ষে হার দেখেছে।

তবে সেই হার খুব বেশি পোড়াচ্ছে না ভারতকে। টুর্নামেন্টে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার বর্তমান রানার্সআপরা। দারুণ খেলতে থাকা ভারত সেমি ফাইনালে পেয়েছে থাইল্যান্ডকে।

বৃহস্পতিবার সেমি ফাইনালের লড়াইয়ে থাই মেয়েদের বিপক্ষে সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে ভারত। সেই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসের সুর শুনিয়েছেন স্নেহ রানা। জানিয়েছেন সেমি ফাইনালকে সামনে রেখে বেশ রোমাঞ্চিত তারা। তবে থাইল্যান্ডকে খুব বেশি হালকাভাবেও নিচ্ছেন না।

স্নেহ রানা বলেন, ‘এটা খুবই দারুণ যে দেশকে প্রতিনিধিত্ব করা সেমি ফাইনালে, আশা করি ভালো একটি ম্যাচ হবে। আমরা কোনো প্রতিপক্ষকেই সহজভাবে নিচ্ছি না। তারা এখন উন্নতি করছে, শিখছে। আশা করি ভালো একটি লড়াই হবে।’

এই অফ স্পিন অলরাউন্ডার আরও বলেন, ‘ফাইনাল নিয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। যদি আগে ব্যাট করি আমরা, ২০ ওভারে যত বেশি রান নেওয়া যায় আমরা সেটাই চেষ্টা করবো। যতটুকু নেওয়ার (রান) সুযোগ থাকবে, সেটাই নেব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here