সেমি ফাইনালে হেরে উইম্বলডনকে বিদায় বললেন সানিয়া

0
9

স্পোর্টস ডেস্কঃ উইম্বলডনকে বিদায় বলে দিলেন সানিয়া মির্জা। ভারতের এই তারকা ক্যারিয়ারের শেষ উইম্বলডনে মাঠে নেমেছিলেন বৃহস্পতিবার। তবে সেমি ফাইনাল টপকাতে পারেননি। মিক্সড ডাবলে বর্তমান চ্যাম্পিয়ন নিল স্কুপস্কি ও দেসিরাই ক্রাউসির কাছে হেরে গেছে সানিয়া মির্জা ও মেট পাভিচ জুটি।

নিল স্কুপস্কি ও দেসিরাই ক্রাউসির জুটি ৬-৪, ৫-৭, ৪-৬ ব্যবধানে হারিয়েছে সানিয়া মির্জা ও মেট পাভিচ জুটিকে। মোট ২ ঘন্টা ১৬ মিনিটের লড়াইয়ে তেমন একটা সুবিধা করতে পারেননি সানিয়ারা। যার ফলে মেনে নিতে হয় পরাজয়। আর এর মধ্য দিয়েই ২০ বছরের উইম্বলডন ক্যারিয়ারকে বিদায় জানালেন টুর্নামেন্টটির এক বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী।

৩৫ বছর বয়সী সানিয়া ক্যারিয়ারের শেষ বছরে আছেন। এবছর শেষেই বিদায় বলবেন টেনিস কোর্টকে। উইম্বলডন খেলে বিদায় নেওয়ায়, এবার শুধু বাকি আছে ইউএস ওপেন। আর সেটি খেলেই আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন ৭ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here