সেরা একাদশের সাত জনই অস্ট্রেলিয়ান

0
103

স্পোর্টস ডেস্ক: সাবেক ক্রিকেটাররা অনেকেই নিজেদের পছন্দের একাদশ নির্বাচন করছেন। এবার এ তালিকায় যোগ দিলেন সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তী মাইকেল ক্লার্ক। তিনি নির্বাচন করলেন তার পছন্দের সেরা একাদশ।

কিন্তুু এই একাদশে তিনি নিজের দেশের সাতজনকেই রেখেছেন। তার এই সেরা একাদশে সাবেক সতীর্থ ছাড়াও ক্রিকেট কিংবদন্তিদের প্রাধান্য দিয়েছেন তিনি।

তারকা সমৃদ্ধ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারের আধিক্য এই দলের দলনেতা হিসেবে ক্লার্কের পছন্দ শেন ওয়ার্ন। ব্যাট হাতে প্রথমে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল স্লাটার ও ম্যাথু হেইডেন। এরপরে তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ারই রিকি পন্টিং।

ব্যাটিং কিংবদন্তি ভারতীয় শচিন টেন্ডুলকারকে রাখা হয়েছে চারে। এরপরেই আছেন ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। উইকেটের পিছনে ক্লার্কের পছন্দ স্বদেশিয় অ্যাডাম গিলক্রিস্ট।

তিন পেস বোলারের মধ্যে আছেন মিচেল জনসন, ডেল স্টেইন ও গ্লেন ম্যাকগ্রা। আর একমাত্র স্পিনার হিসেবে দলে আছেন শেন ওয়ার্ন। ক্লার্ক তার দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রেখেছেন আরেক স্পিন কিংবদন্তি শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরনকে। তবে ক্লার্কের এই দলে জায়গা হয়নি ওয়াসিম আকরাম, ভিভ রিচার্ড, ইমরান খানের মতো ক্রিকেটারদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here