সেরা গড় নিয়ে সবার শীর্ষে থাকা বিজয় কেন উপেক্ষিত?

0
32

স্পোর্টস ডেস্ক: এনামুল হক বিজয়। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যানই ছিলেন। ইনজুরিতে পড়ে সেই যে দল থেকে বাদ পড়লেন আর প্রবেশের সুযোগই মিলছে না।

এনামুল হক বিজয়ের প্রতি অনেকটা অবিচারই করা হচ্ছে। দেশের অন্যান্য ব্যাটসম্যানদের থেকে সবচেয়ে বেশি গড় নিয়ে ওয়ানডেতে সবার শীর্ষে তিনি। অথচ আফগানিস্তান সিরিজেই সুযোগ পেলেন না তিনি।

জাতীয় দলের হয়ে ব্যাটিং গড় ৩৫.১৮ নিয়ে সবার ওপরে রয়েছেন এনামুল হক বিজয়। রয়েছে তিনটি সেঞ্চুরি ও সমান হাফ-সেঞ্চুরি। মোট রান ৯৫০। ১৫৭ ম্যাচে বিজয়ের সমান গড় নিয়ে দ্বিতীয়স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ১২৫ ম্যাচে ২২.২৭ গড়ে তৃতীয়স্থানে মাহমুদুল্লাহ রিয়াদ।

২০১২ সালে জাতীয় দলের অভিষেকের পর ডানহাতি এনামুল বিজয় রঙ্গিন পোশাকে ৫০ ওভারে এখন পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছেন।

বিজয় খুলনায় তার অবিষেক ম্যাচেই অনেকটা জ্বলে উঠে। সেবার খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ৪১ করলেও দ্বিতীয় ম্যাচেই পেয়ে যান কাঙ্খিত সেঞ্চুরি। খেলেন ১২০ রানের জ্বলজ্বলে এক ইনিংস, হয়েছিলেন ম্যাচ সেরা। সেবার বাংলাদেশ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল। বিজয় তার ক্যারিয়ারে পরের দুটি সেঞ্চুরি করেছিলেন পাকিস্তান ‍ও অন্যটি সেই ক্যারিবীয়দের বিপক্ষে, তাদেরই মাটিতে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here