নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লে-অফ আগেই নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। এই ম্যাচে জিততে পারলে সেরা দুটি স্থানের একটি নিশ্চিত হয়ে যাবে সিলেটের। মিরপুরে আগে ব্যাট করে ১১৩ রান করেছে খুলনা।
টসে জিতে আগে ব্যাটিং করা খুলনার প্রথম পাওয়ারপ্লেতে ৩ উইকেট তুলে নেয় সিলেট। তাও মাত্র ২১ রানের মধ্যে। দ্রুত উইকেট হারিয়ে ফেলা খুলনা পুরো ম্যাচেই আর কামব্যাক করতে পারেনি।
খুলনার পক্ষে মাহমুদুল হাসান জয় ৪১ এবং নাহিদুল ইসলাম ২২ রান করার সুবাদে দলটি একশ পেরিয়ে মোটামুটি সম্মানজনক একটা স্কোর গড়ে। এই দুই ব্যাটসম্যান ছাড়া খুলনার পক্ষে আর ডাবল ডিজিটে পৌঁছান ইয়াসির আলী চৌধুরি, করতে পারেন মাত্র ১২ রান।
সিলেট স্ট্রাইকার্সের পক্ষে তানজিম সাকিব ২২ রানের বিনিময়ে ৩ উইকেট পান। এছাড়াও ইমাদ ওয়াসিম মাত্র ১০ রানে ২ উইকেট নেন। এছাড়াও রুবেল ২ উইকেট নেন ২৪ রানের বিনিময়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০