স্পোর্টস ডেস্কঃ এফএ কাপের ম্যাচে লুটন টাউনকে ৬-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের পাঁচ গোল ছাড়া সিটির হয়ে অন্য গোলটি করেছেন মাতেও কোভাকিচ। হালান্ডের পাঁচ গোলের চারটিতেই অ্যাসিস্ট করেছেন কেভিন ডি ব্রুইনা।
কিছুদিন আগে চোট কাটিয় ফেরা হালান্ডের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো যাচ্ছিল না। তবে লুটন ম্যাচে জ্বলে ওঠেন তিনি। আর এই ম্যাচ শেষে আইটিভিকে হালান্ড বলেছেন, ‘আমি নিজের সেরা ফর্মে ফিরতে শুরু করেছি এবং শেষ পর্যন্ত ভালো বোধ করছি। সামনে দারুণ সময় অপেক্ষা করছে। আমরা আক্রমণের জন্য তৈরি।’ হালান্ডের প্রথম চার গোলের উৎস ছিলেন ডি ব্রুইনা। সতীর্থকে নিয়ে সিটি স্ট্রাইকার বলেছেন, ‘তার সঙ্গে খেলা সব সময়ই আনন্দের। আমরা একে অপরের কাছে কি চাই সেটা জানি।’
লুটনের বিপক্ষে প্রথমার্ধের ৪০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন হালান্ড। বিরতির পর ৫৫ ও ৫৮ মিনিটে করেন আরও ২ গোল। কেনিলওর্থ রোডে লুটন টাউনকে দাঁড়াতেই দেয়নি সিটি। ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে সিটিজেনরা। হালান্ড ৩য় মিনিটেই গোলের সূচনা করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিনি ম্যানসিটির হয়ে নিজের ৮ম হ্যাটট্রিক পূরণ করে ফেলেন। দ্বিতীয়ার্ধে গিয়ে করলেন আরও দুটি গোল।
এর আগে ১৮তম মিনিটে দ্বিতীয় এবং ৪০ মিনিটে হাটট্রিক পূরণ করেন হালান্ড। লুটনের হয়ে জর্ডান ক্লার্ক ৪৫তম মিনিটে একটি গোল পরিশোধ করেন। ম্যাচের ৫২তম মিনিটে ব্যবধান ২-৩ করে ফেলেন জর্ডান ক্লার্কই। এরপর ৫৫ মিনিটে হালান্ড আরও এক গোল করে ব্যবধান বাড়ান। ৫৮তম মিনিটে করলেন পঞ্চম গোল। মাতেও কোভাসিস ৭২তম মিনিটে গিয়ে আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-২।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post