নিজস্ব প্রতিবেদকঃ টানা জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রংপুর রাইডার্স। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ৭৮ রানের বড় জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামে আগে ব্যাট করে ২১৯ রান করে রংপুর। জবাব দিতে নেমে ১৪১ রানে থামে খুলনার ইনিংস।
আগে ব্যাট করতে নেমে ২৪ রানেই ২ উইকেট হারায় রংপুর। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব-মাহাদি। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ১০৯ রান। তাও মাত্র ৪৮ বলে। এ সময় সাকিব এবারের আসরের দ্রুততম ফিফটি তুলে নেন। তিনি মাত্র ২০ বলে ৪টি চার ও ৫ ছক্কায় করেন দ্রুততম ফিফটি। এরপর ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৬৯ রান করে আউট হন বিশ্ব সেরা অলরাউন্ডার। বিপিএল ইতিহাসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সাকিবের এটি দ্বিতীয় দ্রুততম। ১৯ বলে ফিফটির রেকর্ড রয়েছে রনি তালুকদারের।
সাকিব আউট হলেও রানের চাকা সচল রাখেন মাহাদি। ৩৬ বলে ৬টি চার ও ৪ ছক্কায় করেন ৬০ রান। শেষ দিকে সোহান ১৩ বলে ৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৩২ ও ডোয়াইন প্রিটোরিয়াস ১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৭ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১৯ পর্যন্ত নিয়ে যান। বল হাতে খুলনার লুক উড ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকটে নেন। ১টি করে উইকেট নেন নাহিদ রানা ও নাসুম আহমদ।
জবাব দিতে নেমে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ছাড়া আর কেউ তেমন দাঁড়াতেই পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। এভিন লুইস ১১ বলে করেন ১১ রান। এনামুল হক বিজয় ৮ বলে করেন ৫ রান। আফিফ হোসেন ধ্রুব ৮ বলে করেন ১১ রান। হাবিবুর রহমান ১৩ বল খেলে ১৩ রান করে আউট হন। আকবর আলি ২ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান। নাহিদুল ইসলাম গোল্ডেন ডাক মারেন। লুক উড করেন ১৪ বলে ২০ রান। নাসুম ৯ বলে ১৭ রান করেন। অ্যালেক্স হেলস ৩৩ বল খেলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় করেন ৬০ রান।
৯ ম্যাচ শেষে ৭ জয়ে রংপুরের পয়েন্ট ১৪। রান রেটও বেশ ভালো। ১.৮৭০। দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ৮ ম্যাচে ১২। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশাল ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এবং খুলনার পয়েন্ট ৮ পয়েন্ট। তারা রয়েছে পঞ্চম স্থানে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে মোট ১২টি করে ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































Discussion about this post