সোহাগ, মানজারুলদের পর মিরাজ

    0
    30

    স্পোর্টস ডেস্ক: অবিষেক টেস্টে আলো ছড়িয়েছেন বাংলাদেশের পাঁচ বোলার। এর আগে প্রয়াত মানজারুল ইসলাম রানা থেকে শুরু করে এই তালিকায় চার জন থাকলেও বৃহস্পতিবার সেখানে যোগ হয়েছেন সবচেয়ে কম বয়সী মেহেদী হাসান মিরাজ।

    মিরাজ শুধু সবার জুনিয়র হিসেবেই নয়, সেরা ইকোনমিক রেটে। তার ইকোনমিক রেট ২.০০। আর সবচেয়ে বেশি ইকোনমিক রেট ইলিয়াস সানির ৪.০৮। একটি জায়গায় অদ্ভুত মিল রয়েছে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশী পাঁচ বোলাররের। সবাই কিন্তুু নিয়েছেন ৬টি করে উইকেট। এছাড়াও পাঁচ জনই বোলারই স্বপ্নের পাঁচের ঘরে পৌছেছেন।

    মিরাহ বৃহস্পিতবার চট্টগ্রামে্র ইংল্যান্ডের বিপক্সে এই কীর্তি গড়েছেন। সোহাগ গাজী ঢাকায় ওয়েস্টইন্ডিজের বিপক্ষে, মানজারুল ইসলাম রানা বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে, ইলিয়াস সানী চট্টগ্রামে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে, নাঈমুর রহমান ঢাকায় ভারতের বিপক্ষে এই রেকর্ড গড়েন।

    চট্টগ্রাম টেস্টের প্রথমদিন দিয়েই অভিষেক ম্যাচটা রাঙিয়ে তুলেছিলেন মেহেদি হাসান মিরাজ। প্রথমদিনই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। তাতেই জায়গা হয়ে গিয়েছিলো বাংলাদেশের টেস্ট রেকর্ড বইয়ে। দ্বিতীয় দিনে সুযোগ ছিলো সবাইকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু স্পিনার তাইজুল ইসলাম দুই উইকেট তুলে নেয়ায় সেটা হয়নি। তবে এক উইকেট নিয়ে রেকর্ড পাতায় নিজের জায়গাটা আরেকটু পোক্ত করে নিয়েছেন মিরাজ।

    শুক্রবার সকালে ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেট পূর্ণ করেছেন তরুণ এই স্পিনার। এই উইকেট নেয়াতে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেরা বোলিংয়ের তালিকায় মিরাজের জায়গাটা হয়েছে দ্বিতীয় স্থানে। ৭৪ রানে ছয় উইকেট নেয়া সোহাগ গাজী আছেন সবার ওপরে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here