সোহানের ‘পাওয়ার হিটিং’ মনে ধরেছে কোচ ডোমিঙ্গোর

0
8

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দল বহু দিন থেকেই একজন পাওয়ার হিটিং ব্যাটার খুঁজছে। জেমি সিডন্সকে আনা হয়েছে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে পারদর্শী করে তুলতে। তবে সত্যি বলতে টি-২০ ক্রিকেটে বাংলাদেশ ‘পাওয়ার হিটিং’ নামক কিছুই যে এখনো বুঝে উঠতে পারেনি।

তবুও এর মধ্যে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর মনে ধরেছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। প্রথম টি-২০ ম্যাচে খুব বড় ইনিংস খেলেননি তিনি, তবে টি-২০’র উপযোগী ছোট্ট ঝড় তুলে ছিলেন। ১৬ বলে ২৫ রান করে ছিলেন দুইটি বিশাল ছক্কা আর একটি চারে।

ক্যারিবিয়ান বোলার ওডিন স্মিথের এক ওভারেই দু’টি বড় ছক্কা হাঁকান সোহান। দুর্দান্ত র্যাম্প শটে একটি ছক্কা আরেকটি ছক্কা কজ্বির জোরে ৯৮ মিটার লম্বা ছিলো। ম্যাচের পর তাই কোচ জানালেন, এমন একজনকেই খুঁজছিলেন তারা। দলের প্রয়োজনই ছিলো এমন পাওয়ার হিটিং।

দেশসেরা উইকেটরক্ষকের আড়ালে সোহানের ব্যাটিং সব সময়ই থেকে যায় আলোচনার বাইরে। দলেও খুব একটা সুযোগ মিলে না অন্য উইকেটরক্ষক ব্যাটারদের কারণে। তারপরও অনেক সুযোগ পেয়েছেন টি-২০ ফরম্যাটে।

৩১ ম্যাচের ক্যারিয়ারে ২৭ ইনিংসে ব্যাট করে মাত্র ২৬২ রান করতে পেরেছেন। ক্যারিয়ার সেরা ৩০ রানে অপরাজিত ইনিংসটি টি-২০ অভিষেকের পরপরই দ্বিতীয় ম্যাচেই। এরপর আর তেমন বড় কোনো ইনিংসের দেখা মিলেনি। গত টি-২০ বিশ্বকাপেও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।

তবে এবার ক্যারিবিয়ান সফরে দুর্দান্ত ব্যাট করছেন। টেস্ট অন্যদের ব্যর্থতার মাঝে ভালো দু’টি ইনিংস খেলেছেন। প্রথম টি-২০তেও টি-২০’র জন্য কার্যকরি ইনিংস খেলেছেন। তবে সেটা প্রয়োজন মেটাতে পারেনি। ত্রিশেই আগেই যে ফিরেছেন সাজঘরে।

তবে এই ব্যাটিংয়েই কোচের মন জয় করেছেন। ম্যাচ শেষে রাসেল ডোমোঙ্গি বলেন, “সোহান এই সংস্করণে আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারে। পাওয়ারফুল ছেলে সে, ইনিংসের শেষ দিকে বিগ হিটার। নতুন মাত্রা যোগ করেছে সে আমাদের জন্য। যদিও সে ভুল পথ বেছে নিয়ে আউট হয়েছে। তার জন্য এটা শিক্ষাও। তাকে ভালো ফর্মে দেখে ভালো লেগেছে। টেস্ট সিরিজ থেকে ফর্ম টি-২০ ক্রিকেটেও বয়ে এনেছে সে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here