স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল স্পেন। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা রোববার রাতের ম্যাচে ২-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। নিজেদের মাঠে ম্যাচের অনেকট সময় আধিপত্য করে টানা দ্বিতীয় জয় তুলে নিল লুইস এনরিকের দল।
‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে মালাগায় প্রথমার্ধে স্পেনের কার্লোস সোলের দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন পাবলো সারাবিয়া। টানা দুই ম্যাচ জেতা স্প্যানিশরা ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে উঠেছে। চেক প্রজাতন্ত্র টানা দ্বিতীয় হারে ৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। যদিও তারা চলতি লিগ জয়ে শুরু করেছিল।
২৪তম মিনিটে এগিয়ে যায় স্পেন। মার্কো আসেনসিওর এসিস্টে নিচু প্লেসিং শটে বল জালে পাঠান সোলের। ৭৫তম মিনিটে ফেররান তরেসের পাস থেকে আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিওর বদলি নামা সারাবিয়া। বাকী সময় আর কোনো গোলের দেখা পায় নি উভয়দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০