স্পোর্টস ডেস্ক:: সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে নাজেহাল বাফুফে। সোহাগের দুর্নীতি তদন্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠন করা তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন দু’জন সদস্য। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
ফেডারেশন সোহাগের দুর্নীতি তদন্তে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলো। ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমদ মহি ছিলেন সেই তদন্ত কমিটির সদস্য। তারা দু’জনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
তদন্ত কমিটি গত ১৭ এপ্রিল গঠন করে ফেডারেশন। কার্যনির্বাহী পরিষদের জরুরী বৈঠকে সেদিন তদন্ত কমিটি গঠনের পাশাপাশি সোহাগকে বাফুফে ভবনে আজীবন নিষিদ্ধ করা হয়।
ওই তদন্ত কমিটিকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিলো। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী নাবিল আহমদ, ইমরুল হাসান, জাতীয় দলের ম্যানেজার, বাফুফের সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, জাকির হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনরুর রশিদ ও আব্দুর রহিম।
পদত্যাগকারী সহ-সভাপতি মহিউদ্দিন আহমদ মহি কেন পদত্যাগ করেছেন সেটা জানানি। সাংবাদিকদের তিনি বলেছেন, বাফুফে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে।’ আরেক সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক অবশ্য কোনো মন্তব্য করেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post