নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। দুই শক্তিশালি দলের লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে ম্যাচের টস হয়েছে ইতিমধ্যেই।
দুই দলের লড়াইয়ে টস জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন দাস। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ম্যাথু ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুসফিক হাসান।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার, ব্র্যান্ডন কিং, সাকিব আল হাসান, শেখ মেহেদী, জিমি নিশাম, টম মুরস, ইমরান তাহির, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post