সোহানের ব্যাটে মান রক্ষা বাংলাদেশের

0
112

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে ধুঁকতে ১৩৭ পর্যন্ত গেল সাকিব আল হাসানের দল। শেষদিকে নুরুল হাসান সোহান খেলেন ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস।

ক্রাইস্টচার্চে কিউই বোলারদের কাছ থেকে রানই বের করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ম্যাচের হতশ্রী ব্যাটিংয়ের ধারা বজায় রেখেছে কিউইদের বিপক্ষেও। চলমান সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব-লিটনদের।

ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করলেন সাব্বির রহমানের পরিবর্তে ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্ত। ২৯ বল খেলে মাত্র ৪টি বাউন্ডারির মার মারতে পেরেছেন তিনি। ২৬ বলে ২৪ রান করে আউট হন আফিফ হোসেন ধ্রুব। ১৬ বলে ১৬ রান করেন অধিনায়ক সাকিব।

বাংলাদেশ তাদের ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে হাঁকায় প্রথম ছক্কা। তার পরের বলে এসেছে আরেকটি। সোধিকে স্লগ সুইপ করে ছয় দুটি মেরেছেন সোহান। ১২ বলে ২ ছক্কা ও ১ চারে এই ইনিংস সাজান তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here