স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিলে সৌদি আরব। লুইসাইল স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে শিরোপার অন্যতম ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল করে জয় নিশ্চিত করে তারা।
ওই জয়ে আরব দেশে চলছে উৎসব। ওই উৎসব যাতে আরও রঙিন হয় সেজন্য দেশটিতে ২৩ নভেম্বর (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার। এই ছুটি ভোগ করতে পারবেন দেশটির সরকারি, বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা। সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, বিশ্বকাপে ম্যাচ জয়ের পর এটাই সরকারি ছুটি ঘোষণার প্রথম ঘটনা।
আজ প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে সৌদি আরব। বিরতি থেকে ফেরার পর দলটির হয়ে পরপর দুই গোল করেন সালেহ আল-শেহরি ও সালেম আল-ডসারি। এই হারে আর্জেন্টিনার টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটিও থমকে গেল।
এই ম্যাচের আগে শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ এবারই প্রথমবার মাঠে গড়াল। শক্তি কিংবা সাম্প্রতিক ফর্ম, কোনো দিক দিয়েই আর্জেন্টিনার ধারেকাছে ছিল না সৌদি আরব। কিন্তু মঙ্গলবার মাঠের খেলায় চমক দেখাল হার্ভে রেনার্ডের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০