সৌদিতে বেনজেমার সাথে খেলবেন ব্রাজিলের ফাবিনহো

0
98

স্পোর্টস ডেস্কঃ তিন বছরের চুক্তিতে লিভারপুল থেকে সৌদি ফুটবলে নাম লেখালেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহো। আল ইত্তিহাদে খেলবেন তিনি। এই ক্লাবে সতীর্থ হিসেবে করিম বেনজেমা, এনগোলো কন্তের মতো তারকাদের পাবেন ফাবিনহো।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ২৯ বছর বয়সী ফাবিনহোকে নিতে ৪ কোটি পাউন্ড লেগেছে আল ইত্তিহাদের।লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১৯টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ১১টি। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।

এদিকে গত ১৪ জুলাই ফাবিনহোর জন্য লিভারপুলকে ৪ কোটি পাউন্ডের প্রস্তাব দেয় আল ইত্তিহাদ। এর আগে লিভারপুল ছেড়ে সৌদি প্রো লিগের দল আল আহলিতে যোগ দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান- রবার্ত ফিরমিনো। অ্যানফিল্ডের দলটির হয়ে তিনি আট মৌসুম কাটিয়েছেন। অল রেডদের হয়ে ৩৬২ ম্যাচে করেছেন ১১১টি গোল। এর আগে ২০১১ সালে তিনি যোগ দেন জার্মান ক্লাব হফেনহাইমে। পরে ২০১৫ সালে তাকে দলে নেয় লিভারপুল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here