স্পোর্টস ডেস্কঃ সৌদি প্রো লিগে নাম লেখালেন ফরাসি উইঙ্গার এ্যালান সেইন্ট ম্যাক্সিমিন। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে তিন বছরের চুক্তিতে তিনি পাড়ি জমিয়েছেন আল আহলিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘আমরা সেরা খেলোয়াড়কেই বেছে নেবার চেষ্টা করছি, সেইন্ট ম্যাক্সিমিন তাদেরই একজন।’
এদিকে আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজের নতুন ঠিকানা আল আহলি। নতুন ক্লাবে তিনি সতীর্থ হিসেবে পাবেন এদুয়ার্দ মেন্দি ও রবার্ত ফিরমিনোকে। কদিন আগে চেলসি ছেড়ে এই ক্লাবে যোগ দিয়েছেন সেনেগালের গোলকিপার মেন্দি ও লিভারপুল ছেড়ে যাওয়া ফিরমিনো। এবার তাদের সাথে যোগ দিলেন সেইন্ট ম্যাক্সিমিন।
এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে চার বছরের জন্য নতুন ঠিকানা আল আহলিতে যোগ দেন মাহরেজ। এদিকে সেইন্ট ম্যাক্সিমিনের চুক্তিতে অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিন্তু ইংলিশ গণমাধ্যমের রিপোর্টের সূত্রধরে জানা গেছে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডে আল আহলি তাঁকে কিনে নিয়েছে।
২৬ বছর বয়সী সেইন্ট ম্যাক্সিমিন সৌদি মালিকানাধীন নিউক্যাসলের হয়ে ১২৪ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। ২০১৯ সালে ফরাসি ক্লাব নিস থেকে তিনি নিউক্যাসলে যোগ দিয়েছিলেন। এবার নতুন ঠিকানায় পাড়ি জমালেন। আল আহলি ইতোমধ্যে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মাথিয়াস জাইসলেকে। ৩৫ বছর বয়সী এই জার্মান এর আগে সালজবার্গের কোচের দায়িত্বে ছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০