স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদলো চুক্তি করলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের সাথে। শুক্রবার রাতে নতুন ক্লাবের সাথে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। গণমাধ্যমের খবর বার্ষিক ৭৫ মিলিয়ন ডলার বেতন পাবেন এই পর্তুগিজ তারকা।
কাতার বিশ্বকাপের আগেই ইংলিশ ক্লাব ম্যানইউ ছেড়েছিলেন রোনালদো। রেড ডেভিলদের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অনেকটা দলবিহীন সিআরসেভেন চেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো ক্লাবে থিতু হতে। তবে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি ইউরোপের নামী কোনো ক্লাব।
ক’দিন আগে রিয়াল মাদ্রিদের মাঠে তার অনুশীনের ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয়েছিল, হয়তো পুরোনো ক্লাবেই আবার ফিরবেন তিনি। কিন্তু তাকে পুনরায় দলে নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি মাদ্রিদের দলটি।
প্রথমে শোনা যাচ্ছিল, তিন বছরের চুক্তিতে ২০২৫ সালের জুন পর্যন্ত রোনালদোকে দলে ভেড়াতে চায় আল নাসের। তবে ২ বছরের চুক্তিতে সেখানে নাম লেখালেন এই ফরোয়ার্ড। ৩৭ বছর পর্তুগিজ বয়সী তারকা এশিয়ার ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন।
ইএসপিএন জানিয়েছে, প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার বেতন পেতে পারেন রোনালদো। যা সত্যি হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হবেন তিনি। শুক্রবার আল–নাসরের দেওয়া বিবৃতিতে রোনালদো বলেছেন, ‘একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিতবোধ করছি। সৌদি আরবের পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে আল–নাসরের যে লক্ষ্য, সেটা খুবই অনুপ্রেরণাদায়ক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০