স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বে এই মূহুর্তে সবচেয়ে বড় খবর। আগামী মৌসুমে সৌদি আরবের লিগে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। নতুন ক্লাবের সাথে চুক্তি সেরে ফেলেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এর জন্য বিপুল অর্থও পাবেন তিনি। সংবাদ সংস্থা এএফপি নিশ্চিত করেছে সেই তথ্য।
প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সাথে বর্তমানে সম্পর্কটা ভালো যাচ্ছে না মেসির। ক্লাবটির সাথে বনিবনা না হওয়ায় নতুন করে চুক্তি হচ্ছে না বলেই এক প্রকার নিশ্চিত। যার ফলে জুনে শেষ হতে দুই পক্ষের চুক্তির মেয়াদ। মৌসুম শেষেই ফ্রি হয়ে যাবেন মেসি। আর নতুন মৌসুমে ঠিক কোথায় যোগ দেবেন মেসি, সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।
এর মাঝেই সপরিবারে সৌদি আরবে যান মেসি। দেশটির পর্যটন দূত হিসেবে আগেই চুক্তি করেছিলেন। সেই পরিচয়েই মেসির সৌদি সফর। তবে গুঞ্জন চাউর হয় সৌদি ক্লাব আল হিলাল চুক্তির প্রস্তাব দিয়েছে মেসিকে। বছরে ৪০ কোটি ইউরো সাথে অন্যান্য সুবিধা পাওয়ার প্রস্তাব মাথায় নিয়েই সৌদি সফরে যান এই বিশ্বকাপজয়ী তারকা।
সেই সফরে শেষে প্যারিসে ফিরেছেন মেসি ইতিমধ্যেই। এর মধ্যেই বের হয়েছে নতুন খবর। মেসি নাকি আগামি মৌসুমে সৌদি লিগে খেলার চুক্তি সেরে ফেলেছেন। চুক্তির সাথে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে এএফপি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে জানিয়েছেন, মেসির চুক্তি হয়ে গেছে। সে সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে। যদিও সেই সূত্র কোনো ক্লাবে খেলবে, সেই নাম প্রকাশ করেনি।
একইসাথে সূত্রটি জানিয়েছে, এটি বিশেষ ধরনের চুক্তি। বিশাল অঙ্কের। আমরা এখন কাজ গুছিয়ে আনার পথে আছি। সংবাদমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায়, চুক্তি নিয়ে বেশি কিছু বলতে পারছে না সেই সূত্র।
নানান নাটকীয়তার পর ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দিয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক ও সুবিধা পাচ্ছেন তিনি। এবার সব ঠিক থাকলে ৩৫ বছর বয়সী মেসিকেও নিজের লিগে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সফল হচ্ছে সৌদি আরব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা