স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে নেমেছে সৌদি আরব ও পোল্যান্ড। কাতারে হতে যাওয়া আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে দুই দল। ‘সি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়।
এই ম্যাচে ৪-৪-২ ফরমেশনে খেলতে নেমেছে পোল্যান্ড। রবার্ট লেভানডফস্কির নেতৃত্বাধীন দলটি শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে। এদিকে ৪-১-৪-১ ফরমেশনে খেলতে নেমেছে সৌদি আরব।
নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরব সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে আর্জেন্টিনাকে হারিয়েছে ২-০ গোলে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। অপরদিকে মেক্সিকোর সাথে গোলশূন্য ড্র করে পোলিশরা।
পোল্যান্ড একাদশ
সিজেস্নি (গোলরক্ষক), লেভানডফস্কি, মিলিক, ফ্র্যাঙ্কোস্কি, কিচোয়িয়াক, বিয়েলিক, সিজমানস্কি, কামিনস্কি, ক্যাশ, কিউইর ও গিল্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা