স্পোর্টস ডেস্কঃ সৌদি আরব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণে দেশটির অল স্টার ফুটবল দলের মুখোমুখি হয়েছে পিএসজি। বৃহস্পতিবার রাতে লিওনেল মেসি-নেইমারদের বিপক্ষে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিং ফাহাদ স্টেডিয়ামের এই ম্যাচ দিয়ে সৌদির ফুটবলে অভিষেক হলো পর্তুগিজ তারকার।
বছরের শুরুতেই সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেও এখনো পর্যন্ত দেশটির লিগে মাঠে নামেন নি রোনালদো। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বৃহস্পতিবার প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামলেন। নেমেই পেলেন গোলের দেখা।
৩৪তম মিনিটে পেনাল্টি থেকে অল স্টার একাদশকে সমতায় ফেরান পর্তুগিজ তারকা রোনালদো। ৩২ মিনিটে ডি-বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে রোনালদোকে ফাউল করে বসেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। নিজের আদায় করা পেনাল্টিতে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা ফেরান ‘সিআর সেভেন’। এর আগে ম্যাচের শুরুতে মেসির গোলে এগিয়ে ছিল পিএসজি। নেইমারের সহায়তায় দারুণ এক শটে বল জালে জড়ান ‘এলএম টেন’।
পিএসজি একাদশ: কেইলর নাভাস, সার্জিও রামোস, মারকুইনহোস, জুয়ান বারনোট, আশরাফ হাকিমি, ফেবিয়ান রুইজ, রেনেতো সানচেজ, কার্লোস সোলার, লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে।
অল স্টার একাদশ: ডেভিড ওস্পিনা, আলী আল বুলায়হি, আলভারো গনজালেজ, মোহাম্মদ আল বুরায়েক, মুসাব আল জুয়ায়ের, গুস্তাভ সেলুলার, কোনান, অ্যান্ডারসন টেলিসকা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ওডিওন ও মুসা মারেজ্ঞা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post