সৌদি আরব ম্যাচের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

0
74

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতে ফুটবলারদের নিয়ে অনুশীলন ক্যাম্প করছেন কোচ লিওনেল স্কালোনি। সোমবার দলের সাথে যোগ দিয়েই অনুশীলন শুরু করে দেন পিএসজি তারকা লিওনেল মেসি। অনুশীলনে বেশ হাস্যজ্জ্বল দেখা যায় তাকে। চোট থাকলেও দুবাইয়ে দলের সাথে অনুশীলন করেছেন ফরোয়ার্ড পাওলো দিবালা।

বিশ্বকাপের প্রস্তুতি নিতে দলের অর্ধেক খেলোয়াড় নিয়ে আগেভাগেই আবুধাবিতে গিয়েছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। তাঁদের সঙ্গে এবার যোগ দিয়েছেন মেসি, ডি মারিয়াসহ আরও কয়েকজন। ১৬ নভেম্বর বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবেসেলিস্তেরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার পর কাতারে যাবেন মেসিরা।

সময়টা দারুণ কাটছে মেসির। তাঁর ভেলায় ভর করে আর্জেন্টিনা ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। টানা ৩৫ ম্যাচ অপরাজেয় থাকা দলটির বিশ্বকাপ স্বপ্নের সারথি এ ফরোয়ার্ডই। ক্লাব পিএসজির জার্সিতে চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১২ গোল এবং ১৪ অ্যাসিস্টই বলে দিচ্ছে, কতটা ফর্মে আছেন তিনি। দীর্ঘদিন একটা দল হয়ে খেলার ফল ব্রাজিলের মাটিতে তাদেরই হারিয়ে কোপা আমেরিকা জয়।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও আর্জেন্টিনা, আগামী ১ ডিসেম্বর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here