স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবের ফুটবল ছেড়ে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডামে নাম লেখালেন জর্ডান হেন্ডারসন। ইংলিশ এই মিডফিল্ডার গত জুলাইয়ে আল-ইত্তিফাকে নাম লেখান। সেখানে কোচ হিসেবে পান তিনি লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে। সৌদি ক্লাবটির সঙ্গে তার তিন বছরের চুক্তি ছিল। কিন্তু ৬ মাসেই হেন্ডারসন সৌদি ছাড়লেন।
হেন্ডারসন বলেন, ‘খুবই দুঃখ নিয়ে জানাচ্ছি যে, এই মুহূর্ত থেকেই আল ইত্তিফাক ছেড়ে যাচ্ছি। সিদ্ধান্তটি খুব সহজ ছিল না, তবে আমার মনে হয়েছে, নিজের জন্য ও আমার পরিবারের জন্য এটিই সেরা পদক্ষেপ। গত ৬ মাসে আমার পাশে থাকার জন্য ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা। একদম প্রথম দিন থেকেই ভালোবাসার উষ্ণতা অনুভব করেছি এখানে। আমি তাদের খেলা দেখব ও সাফল্য প্রত্যাশা করে যাব। ভবিষ্যতের জন্য শুভ কামনা।’
আল ইত্তিফাকে মোট ১৭টি ম্যাচ খেলতে পেরেছেন হেন্ডারসন। গোলের দেখা পাননি। এর আগে ২০১১ সালে সান্ডারল্যান্ড থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৫ সালে এ্যানফিল্ডের অধিনায়ক হিসেবে জেরার্ডের স্থলাভিষিক্ত হন এই মিডফিল্ডার। ক্লাবটির হয়ে ৪৯১ ম্যাচে ৩৩ গোলের পাশাপাশি ৫৮টি অ্যাসিস্টও করেছেন তিনি। তার নেতৃত্বেই লিভারপুল ২০১৯-২০ মৌসুমে দীর্ঘ ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। ২০১৯ সালে তার নেতৃত্বেই আসে লিভারপুলের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
Discussion about this post