স্পোর্টস ডেস্ক:: সৌদী আরবের ফুটবলে জুটি বেঁধে রীতিমতো উড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানে।দুই তারকা টানা গোল করেই যাচ্ছেন, জিতিয়েই যাচ্ছেন আল নাসরকে। প্রো লিগের প্রথম দুই ম্যাচে হারের পর আল নাসর টানা তিন জয় তুলে নিয়েছে।
প্রতি ম্যাচেই নিয়ম করে গোল করছেন রোনালদো ও সাদিও মানে। আল হাজমের বিপক্ষেই নাসরের ইতিহাসের সবচেয়ে বড় এই দুই তারকা গোল করেছেন। বড় ব্যবধানে দল এগিয়ে যাওয়ার পরও তারা গোল করেছেন। ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছেন।
ইউরোপের রাজত্ব ছেড়ে আসা সিআর সেভেন আর সাদিও মানেরা প্রো লিগে যে বেশ ভালো সময় কাটাচ্ছেন, তাদের সেরা পারফরম্যান্স সেটাই বলে দিচ্ছে। পর্তুগিজ সুপার স্টারকে ছাড়া লিগের শুরুতে মাঠে নেমে হেরেছিলো আল নাসর। এরপর থেকে বড় দুই তারকা জুটি বেঁধে মাঠে নামছেন, নিয়মিত গোলও করছেন।
তারকারদের গোলের দিনে রাতের ম্যাচে আল নাসর ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে। লিগের প্রথম দুই ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতলো আল নাসর। পর্তুগিজ তারকা ও সেনেগালের তারকাদের দিনে গোল পেয়েছেন ক্লাবের আরো তিন তারকা ফুটবলার আব্দুর রহমান গারীব, আবদুল্লাহ আল খাইবারী ও পর্তুগিজ আরেক ফুটবলার ওটাভিও।
পাঁচ গোল হজম করা আল হাজম অবশ্য একটি গোল শোধ করেছে। প্রথমার্ধে দুই গোল হজম করা দলটি দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ দেয়। এরপর যেনো জ্বলে উঠে আল নাসর। একে একে আর তিন গোল দিয়ে ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে দলটি।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠ নিজেদের নিয়ন্ত্রণ রেখেই খেলেছে আল নাসর। ম্যাচের ৩তম মিনিটে আব্দুর রহমান গারীবের গোলে লিড নেয় দলটি। ১-০ গোলে এগিয়ে যাওয়া নাসর প্রথমার্ধেই ব্যবধান আরো বড় করে। বিরতির আগ মুহূর্তে প্রথমার্ধের যোগ করা সময়ের ৮ম মিনিটে আব্দুল্লাহ আল খাইবারীর গোলে আল নাসর এগিয়ে যায় ২-০ ব্যবধানে। পিছিয়ে পড়েই বিরতিতে যেতে হয় হাজমকে।
বিরতির পর আক্রমণ বাড়ানোর চেষ্টা করে আল হাজম। দ্রুত ফল পায় দলটি। মিনিট দু’একের মধ্যেই ব্যবধান কমায় তারা। ম্যাচের ৪৭তম মিনিটে বাদামোসির গোলে আল হাজম স্কোর লাইন ২-১ করে। এরপরই ভয়ঙ্কর হয়ে উঠে আল নাসর। ম্যাচের ৫৭তম মিনিটে পর্তুগিজ ফুটবলার ওটাভির গোলে ৩-১ ব্যবধান করে নাসর।
বড় ব্যবধানে এগিয়ে থাকা নাসরের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানে জ্বলে উঠের এরপরই। ম্যাচের ৬৮তম মিনিটে পর্তুগিজ সুপার স্টার সিআর সেভেন ব্যবধান করেন ৪-১। মিনিট দশেক পরেই সেনেগালের তারকা সাদিও মানে আল হাজমের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৭৮তম মিনিটে তা গোলেই আল নাসরের ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post