সৌদী আরবে গিয়ে নেইমার বললেন- আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি

0
59

স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র প্যারিস ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদী আরবে। প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে মাঠ মাতাবেন তিনি। এরই মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে। এবার মাঠে নামার অপেক্ষা।

ইউরোপের বড় তারকা সৌদী আরবে গিয়ে ভুল করেছেন এমনও আলোচনা হচ্ছে। তবে নেইমার জানালেন, সৌদী আরবে যাওয়া তার সঠিক সিদ্ধান্ত। তিনি স্পোর্টিংয়ে নতুন ইতিহাস গড়তে হবে। প্রো লিগের ক্লাব আল হিলালকে এশিয়ার সেরা ক্লাব হিসেবেও বিবেচনা করছেন এই ব্রাজিলিয়ান।

ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক নেইমার জুনিয়রকে দলে নেওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে আল হিলাল। সৌদী আরবের ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করে জার্সিতে ফটোসেশন করেছেন এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন ভিডিও বার্তা। সেখানেই জানিয়েছেন, আল হিলাল এশিয়ার সেরা। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সৌদী আরবে আছেন জানিয়ে নেইমার বলেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’

আল হিলালের হয়ে গোল করা অব্যাহত রাখতে চান জানিয়ে এই তারকা আরো বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব, তাদের দুর্দান্ত সমর্থক রয়েছে এবং এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমার মনে হচ্ছে আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here