সৌম্য’র ডাক, ব্যার্থ লিটনও

0
78

নিজস্ব প্রতিবেদকঃঃ আগে ব্যাট করতে নামা বাংলাদেশ সৌম্য সরকারের উইকেট হারিয়ে শুরু করেছে ব্যাটিং ইনিংস। এই ওপেনারের ডাকের পর ফিরেছেন লিটন দাসও।

ইনিংসের  দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ১০ রানে সাজঘরে ফিরেন তিনি। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।  তার বিদায়ের পর দ্রুত ফিরেন লিটনও।

ইনিংসের ৬ষ্ট ওভারের  তৃতীয় বলে দলীয় ২৩ রানে ফিরেন লিটন। তিন চারে ১২ বলে ১৪ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে দুই উইকেটে ৮৫ রান। ৪৭ রানে শান্ত ও ২৩ রানে সাকিব অপরাজিত আছেন।

বিশ্বকাপের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেখায় টস জিতেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ক্রেইগ আরভিনের দলকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান তিনি।

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দুই দলের শেষ পাঁচ লড়াইয়ে জিম্বাবুয়ে জিতেছে তিন ম্যাচ, হেরেছে একটি। বাংলাদেশ এক জয়ের বিপরীতে হেরেছে ৪ টি ম্যাচ।

বাংলাদেশ একাদশ:

সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:

ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন, মিল্টন সুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here