স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতেই দু’জনে আদায় করেন ৪৩ রান। এরপরই সৌম্য সরকারের বিদায়ে ভাঙে তাদের দারুণ উদ্বোধনী জুটি।
ইনিংসের ৬ষ্ট ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১৪ রানে সৌম্য ফিরেন সাজঘরে। শান্তের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে নিজের ইনিংস লম্বা করতে পারেননি খুব একটা। ১৪ বল মোকাবেলায় দুই চার হাঁকান তিনি।
সৌম্যের বিদায়ের পর আরেক ওপেনার শান্তও ফিরেন সাজঘরে। পরের ওভারের প্রথম বলেই দলীয় ৪৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। চার চারে ২০ বলে ২৫ রান করে শান্ত ফিরেন প্যাভেলিয়নে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৭.৩ ওভারে দুই উইকেটে ৫৪ রান। ৩ রানে সাকিব ও ৭ রানে লিটন অপরাজিত আছেন।
নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে হচ্ছে সাকিব আল হাসানের দলকে। নেদারল্যান্ডস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০