স্পোর্টস ডেস্ক:: সৌম্য সরকারের রানে ফেরায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে। ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত করা টাইগার ওপেনার টি-২০ ফরম্যাটেও ফিরেছেন রানে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম টি-২০ ম্যাচ খেলেছেন দারুণ এক ইনিংস। সৌম্য, জাকের, শামীম-মেহদী হাসানদের ব্যাটে চড়ে বাংলাদেশ দল ১৪৭ রান তুলেছে।
১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নামবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা বরাবরের মতোই হতাশা দিয়ে শুরু করে। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ১৫ রানেই সাজঘরে ফিরেন ওপেনার তানজীদ তামিম। ১১ বলে ৬ রান করেন টাইগার ওপেনার। তার বিদায়ের পর তিনে নামা লিটন দাস রানের খাতা খুলার আগেই ফিরেন প্যাভেলিয়নে।
১৫ রানেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ তৃতীয় উইকেট হারিয়ে ফেলে দলীয় ৩০ রানেই। ষষ্ট ওভারের চতুর্থ বলেই সাজঘরে ফিরেন আফিফ হোসেন ধ্রুব। ১১ বলে ৮ রান করেন তিনি। চতুর্থ উইকেটে সৌম্য সরকার জুটি গড়েন জাকেরকে নিয়ে। দু’জনের জুটিতে বাংলাদেশ তুলে ৫৭ রান। দুই ছক্কা ও এক চারে ২৭ বলে ২৭ রান করে জাকেরের বিদায়ে ভাঙে সেই জুটি।
সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য সরকারও। দলীয় ৯৬ পঞ্চম উইকেটে তিনিও ফিরেন প্যাভেলিয়নে্। তার আগে ৩২ বলে ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ব্যাটার তিন ছক্কার সঙ্গে দু’টি বাউন্ডারিও হাঁকিয়েছেন।
সৌম্যের বিদায়ে পর ষষ্ট উইকেট হারায় বাংলাদেশ। দীর্ঘ দিন পর দলে ফেরা শামীম হোসেন দুইশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে দেড়শোর কাছাকাছ নিয়েছেন স্কোর। তিন ছক্কা ও এক চারে ১৩ বলে ২৭ রান করেছেন তিনি। মেহদী হাসান শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ২৬ রানে। ২৪ বলের ইনিংসে দু’টি চারের সঙ্গে মেরেছেন এক ছ্ক্কাও।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ও ম্যাকেয় ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০