স্পোর্টস ডেস্ক:: শেষ পর্যন্ত এশিয়া কাপ যাচ্ছে সংযুক্ত আরব-আমিরাতেই। এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা তাদের মাটিতে আয়োজনে অক্ষমতা জানিয়েছে। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী সংযুক্ত আরব-আমিরাতকে বেছে নেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়েরও সচিব। তার সঙ্গে সৌরভের তাই আলাদা একটা সম্পর্ক আছে। সৌরভ এসিসিকে চেয়ারম্যান জানিয়েছেন, শ্রীলঙ্কায় না হলে এশিয়া সংযুক্ত আরব-আমিরাতে আয়োজন করতে। সে কারণেই আগামি এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে দেশটি। আনুষ্ঠানিক ঘোষণা সময়ের ব্যাপার মাত্র।
তবে এশিয়া কাপের বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশ ও ভারতের নামও ছিলো আলোচনায়। কিন্তু এই সময়ে দুই দেশে বৃষ্টির সম্ভাবনা বেশি। আর সে কারণেই বিসিসিআই সভাপতি সৌরভ চাচ্ছেন আরব-আমিরাতে হোক টুর্নামেন্টটি। যদিও সেখানে প্রচন্ড তাপদাহ।
বৃহস্পতিবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হয়েছে। এরপরই ভারতের সাবেক এই অধিনায়ক এশিয়া কাপ সংযুক্ত আরব-আমিরাতে হওয়ার কথা জানান। দেশটির গণমাধ্যমগুলো এমন তথ্য দিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০