স্কোয়াড নিয়ে যে ব্যাখা দিলেন প্রধান নির্বাচক

0
17

স্পোর্টস ডেস্ক: নাসির হোসেন, আল আমিন, রুবেলদের বাদ দিয়ে বিসিবির নির্বাচকদের গঠন করা স্কোয়াড নিয়ে সমালোচনা করছেন অনেকেই। তবে নির্বাচকরা এবার তাদের দল গঠনের ব্যাখা দিলেন।

২২ সদস্যের স্কোয়াডে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের দেয়া হয়েছে বিদেশ সফরের সুযোগ। এর কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মোহাম্মদপুরের বাসায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শনিবার নান্নু বলেন, ‘বর্তমান পারফরম্যান্স দেখলে ইংল্যান্ড সিরিজে খেলা কিছু প্লেয়ারকে আমরা বাদ দিয়েছি? তেমন কোনো প্লেয়ারকে বাদ দেইনি। সে হিসেবে বিবেচনায় আনা হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স। ইংল্যান্ড সিরিজের আগে আমরা টেস্ট খেলেছি দেড় বছর আগে, সে হিসেবও বিবেচনায় আনা হয়েছে।’

প্রধান নির্বাচক বলেন, ‘ব্যাটসম্যানদের ৬ জন সব ফরম্যাটেই খেলছে। ফাস্ট বোলারদের ক্ষেত্রে আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি। বেস্ট পসিবল সাইড করার চেষ্টা করেছি। ম্যানেজমেন্টের সবাই একমত হয়েই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি।’-যোগ করেন মিনহাজুল আবেদিন।

রুবেল, নাসির ও আল আমিনের বাদ পড়ার কারণ বলতে গিয়ে মিনহাজুল আবেদিন জানান, ‘আফগানিস্তান সিরিজে রুবেলের পারফরম্যান্স ভালো ছিলো না। স্কিল বোলিং ফিটনেসে ওর ঘাটতি চোখে লেগেছে। ছন্দ ফিরে পেলে ভবিষ্যতে ফিরবে। নাসির হোসেনের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোমের মতো ক্রিকেটার রয়েছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আল আমিনকে বাদ দেয়া হয়েছে। এরা তিনজনই স্ট্যান্ডবাই হিসেবে আছে। পারফরম্যান্স দেখাতে পারলে এ সিরিজে না হোক, পরের সিরিজে তারা বিবেচনায় থাকবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here