স্পোর্টস ডেস্কঃ আইপিএলের মাঝপথে স্কোয়াডে পরিবর্তন আনল লখনৌ সুপার জায়ান্টস। ভারতীয় পেসার মায়াঙ্ক যাদব ছিটকে যাওয়ায় তাঁর বদলি নিতে হলো দলটিকে। হিমাচল প্রদেশের অর্পিত গুলেরিয়া মায়াঙ্কের বদলি হিসেবে লখনৌর স্কোয়াডে ডাক পেয়েছেন। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।
হিমাচল প্রদেশের হয়ে খেলা গুলেরিয়ার ২০১৮ সালে হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। তবে তিনি বর্তমানে সার্ভিসেসের হয়ে খেলেন। তার লিস্ট ‘এ’ অভিষেক হয়েছিল ২০১৯ সালে। ভারতের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ গুলেরিয়াকে তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করেছে লখনৌ।
আইপিএলে শনিবার লখনৌ নামবে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে। এই ম্যাচের আগেই দলে যোগ দিয়েছেন গুলেরিয়া। আজ দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে লখনৌর লড়াই। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কেএল রাহুলের দল। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস।
লখনৌ সুপার জায়ান্টস স্কোয়াড: কেএল রাহুল, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, মনন ভোরা, ড্যানিয়েল স্যামস, দীপক হুডা, করণ শর্মা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কাস স্টইনিস, প্রেরক মানকড়, স্বপ্নিল সিং, নিকোলাস পুরান, কুইন্টন ডি’কক, অমিত মিশ্র, আবেশ খান, জয়দেব উনাদকাট, মার্ক উড, মহসিন খান, নবীন উল হক, রবি বিষ্ণোই, রোমারিও শেফার্ড, যশ ঠাকুর, যুধবীর সিং ও অর্পিত গুলেরিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০