স্পোর্টস ডেস্ক:: ক্রিকেটে আম্পায়ার, ম্যাচ অফিসিয়ালদের মতো স্কোরারদেরও গুরুত্ব সমান। একটি ম্যাচের বল টু বল থেকে শুরু করে খুঁটিনাটি তথ্যগুলো কলমের কালিতে কাগজে সংরক্ষণ করে রাখেন স্কোররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আম্পায়ার, ম্যাচ অফিসয়ালদের বেতনের আওতাভূক্ত করলেও এতদিন ধরে স্কোরাররা ছিলেন উপেক্ষিত।
তবে এবার বিসিবি দারুণ এক উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো বেতনভূক্ত করেছে স্কোরারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ জন স্কোরার এখন থেকে বেতন পাবেন। বিসিবি আট স্কোরারকে বেতনভূক্ত করেছে। ক্রিকেট বোর্ডের সবশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, আম্পায়ারদের মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। এর আগে এতদিন থেকে স্কোরাররা কেবল ম্যাচ বাই ম্যাচ হিসেবে সম্মানী বেতন। ক্রিকেট বোর্ড এখন থেকে শীর্ষ স্তরের স্কোরারদের বেতন দেবে প্রতি মাসে।
ক্রিকেট বোর্ডের পুরনো, অভিজ্ঞ স্কোরাররা হাবিবউল্লাহ, মোস্তাফিজুর রহমান টিটু, মিজানুর রহমান, বশির উদ্দীন, নজরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জে আর মল্লিক জনি ও নুর আলম বেতনভুক্ত হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০