স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব উতরাতে পারে নি আয়ারল্যান্ড। বাদ পড়েছে বাছাইয়ের সুপার সিক্স পর্ব থেকেই। ফলে দলটির নেতৃত্ব ছেড়ে দেন অ্যান্ড্রু বালবার্নি। এদিকে চলতি মাসেই আরেক বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে আইরিশরা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলের লড়াই গড়াবে স্কটল্যান্ডে। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ছাড়াও আছে আয়ারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, জার্মানি, অস্ট্রিয়া ও জার্সি। ৭ দলের বাছাইয়ে আইরিশদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন স্টার্লিং।
আগামী মাসে ভারতের বিপক্ষে দেশের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। মালাহাইডে হবে সবগুলো ম্যাচ। এরপর সেপ্টেম্বরে ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। আপাতত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ পর্যন্ত নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ওপেনার স্টার্লিং। বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড তাঁকে অধিনায়ক করার তথ্যটি নিশ্চিত করেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post