স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ বাছাই প্রথম জয় পেয়েছে আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের ১৬২ রানের ঝলমলে ইনিংসে ভর করে ১৩৮ রানে সংযুক্ত আরব-আমিরাতকে হারিয়েছে আইরিশরা।
আগে ব্যাট করা আয়ারল্যান্ড স্টার্লিংয়ের সেঞ্চুরির সঙ্গে আরো দুই হাফ সেঞ্চুরিতে ৩৪৯ রানের বিশাল পূঁজি পায়। জবাবে খেলতে নামা আরব-আমিরাত আইরিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১১ রানেই গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৯ রান তুলে। পল স্টার্লিংয়ের সেঞ্চুরি ছাড়াও হাফ সেঞ্চুরি করেন হ্যারি ট্যাক্টর ও অধিনায়ক অ্যান্ডু বার্লবিনি। ইনিংস সর্বোচ্চ ১৬২ রান করেন স্টার্লিং। ১৩৪ বলের নান্দনিক ইনিংস সাজিয়েছেন ১৫ চার ও ৮ ছক্কায়। পাঁচ চার ও এক ছক্কায় ৮৮ বলে ৬৬ রান করেছেন অধিনায়ক অ্যান্ড্রু বার্লবিনি। ৩৩ বলে ৫৭ রানের ‘বিস্ফোরক’ ইনিংস খেলেছেন হ্যারি ট্যাক্টর। চার চার ও দুই ছক্কায় সাজান নিজের ইনিংসটি।
আরব-আমিরাতের হয়ে সঞ্জিত শর্মা ৩টি উইকেট লাভ করেন।
৩৫০ রানের ভিশার টার্গেটে খেলতে নামা সংযুক্ত আরব-আমিরাত আইরিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৯ ওভারে ২১১ রানেই গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন সঞ্চিত শর্মা। ৩৯ রান আসে বিসাল হামিদের ব্যাপট থেকে।
আয়ারল্যান্ডের হয়ে জস লিটলি, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জর্জ ডকরেল ও চ্যাম্পার ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post