স্পোর্টস ডেস্ক:: সিরিজ হার এড়াতে লড়ছে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও অ্যান্ড্রু বার্লবিনি চোখ রাঙাচ্ছেন টাইগাদের। শুরুতেই এক উইকেট হারানো আইরিশরা দ্বিতীয় উইকেটে গড়েছে জুটি। পেরিয়েছে শত রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক অ্যান্ড্রু বার্লবিনি ও পল স্টার্লিয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪.৪ ওভারে শেষে এক উইকেটে ১২৪ রান তুলেছে আয়ারল্যান্ড। ৫১ রানে রানে পল স্টার্লিং ও ৫২ রানে অ্যান্ড্রু বার্লবিনি অপরাজিত আছেন।
২৭৫ রানের টার্গেটে খেলতে নামা আয়ারল্যান্ড ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলেই হারিয়েছে প্রথম উইকেট। দলীয় ১৭ রানে আইরিশদের প্রথম উইকেট তুলে নিয়েছেন মু্স্তাফিজ। সাজঘরে ফিরেছেন ওপেনার স্টিফেন ডোহেনী। ১৬ বলে ৪ রান করেছেন এই ওপেনার।
এর আগে ব্যাট করতে নামা বাংলাদেশ অলআউট হয় ২৭৪ রানে। ষষ্ঠ উইকেটে মুশফিক-মিরাজ তিনশো ছাড়ানোর আশা দেখালেও মার্ক অ্যাডায়ারদের ঝড়ে তা আর হলো না।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায়। ১৪ বলে ৪ রানে সাজঘরে ফিরেন অভিষিক্ত রনি তালুকদার। তার বিদায়ের পর ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬৭ রানের মাথায় শান্ত প্যাভেলিয়নে ফিরেছেন। সাত চারে ৩২ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিমের সঙ্গে শান্ত গড়েন ৪৯ রানের জুটি।
শান্তর বিদায়ের পর উইকেটে আসা লিটন দাসও খেলতে পারেননি বড় ইনিংসে। তামিমের সাথে ৭০ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৩৭ রানের মাথায় তৃতীয় উইকেটে তাকে প্যাভেলিয়নে ফেরত পাঠান ম্যাকব্রাইন। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে ফেরার আগে ৩৯ বলে ৩৫ রান করেন তিনি। তিন চার ও এক ছক্কায় সাজানো ছিলো তার ইনিংস।
এরপর উইকেটে আসা আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়ও দ্রুত ফিরেন সাজঘরে। ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে দলীয় ১৫৯ রানের মাথায় ডকরলে উপরে ফেলেন তার স্ট্যাম্প। এক বাউন্ডারিতে ১৬ বলে ১৩ রান করেন তিনি।
হৃদয়ের বিদায়ের পর অধিনায়ক তামিমও ফিরেন সাজঘরে। তবে তার আগেই দারুণ এক অর্ধশতক হাঁকান তিনি। ফর্ম নিয়ে সমালোচনায় থাকা ওয়ানডে অধিনায়ক ৮২ বলে ৬৯ রানের ইনংস খেলেছেন। ছয় বাউন্ডারিতে ইঙ্গিত দিয়েছেন রানে ফেরার। দলীয় ১৮৬ রানে পঞ্চম উইকেটে ডকরেল ফেরত পাঠান টাইগার দলপতিকে।
ষষ্ট উইকেটে মুশফিক-মিরাজের ৭৫ রানের জুটি ভেঙে ম্যাকব্রাইন ঝড়ের শুরুটা করেন। ইনিংসের ৪৬তম ওভারের তৃতীয় বলে মুশফিকুর রহিমকে দলীয় ২৬১ রানে সাজঘরে পাঠান আইরিশ এই বোলার। এরপরই বাংলাদেশ অলআউট ৪৮.১ ওভারে ২৭৪ রানে। ব্যক্তিগত ৪৫ রানে এলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন মুশি। তিন চার ও এক ছক্কায় ৫৪ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। তার বিদায়ের পরই ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। ইনিংস শেষ করতে পারেনি টাইগাররা।
মুশফিকের বিদায়ের পরের ওভারের তৃতীয় বলেই, অর্থাৎ ৪৭তম ওভরের তৃতীয় বলে দলীয় ২৬৭ রানে মিরাজকে প্যাভেলিয়নে পাঠান মার্ক অ্যাডায়ার। তার বিদায়ে সপ্তম উইকেট হারায় বাংলাদশ। পরের ওভারেরও তৃতীয় বলে উইকেট হারায় তামিমের দল। দলীয় ২৭১ রানে রানআউটের শিকার হাসান মাহমুদ। ২ বলে ১ রান আসে তার ব্যাট থেকে। শুন্য রানে ফেরেন মুস্তাফিজুর রহমান, ৮ রানে অভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরীও প্যাভেলিয়নের পথ ধরেন। এবাদত ১ রানে থাকেন অপরাজিত। বাংলাদেশ শেষ ২৭৪ রানে।
আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার ৪টি, অ্যান্ডু ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০