স্পোর্টস ডেস্কঃ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার স্টিভেন ফিন। ইনজুরির সাথে লড়াই করে অবশেষে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ২০১০ সালে বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ফিনের।
বিদায়ী বার্তায় ফিন বলেন, ‘আমি গত ১২ মাস ধরে আমার শরীরের সাথে যুদ্ধ করছি এবং পরাজয় স্বীকার করলাম। ২০০৫ সালে মিডলসেক্সের হয়ে অভিষেক হওয়ার পর থেকে, আমার পেশা হিসেবে ক্রিকেট খেলতে পেরে আমি দারুণ ভাগ্যবান বোধ করছি। যাত্রা সবসময় মসৃণ ছিল না, তবে আমি এটা পছন্দ করেছি।’
৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ফিনের উইকেট ২৫৪টি। ৩৬ টেস্টে ৩০.৪০ গড়ে ১২৪টি উইকেট আছে তাঁর। ২০১৩ সাল পর্যন্ত প্রায় নিয়মিত টেস্ট খেলেছিলেন তিনি। এর পর থেকেই অনিয়মিত হয়ে পড়েন জাতীয় দলে।
ফিনের অবসর প্রসঙ্গে সাসেক্সের কোচ পল ফারব্রেস বলেছেন, ‘এ মুহূর্তে বেশ হতাশা কাজ করছে। পুরো ফিটনেস ফিরে পেতে এতটা খাটুনির পরও সে ক্যারিয়ার চালিয়ে যেতে পারছে না। সামনের কয়েক সপ্তাহ ও মাসে সে তার ক্যারিয়ার ও এ খেলায় বিশাল অবদানের দিকে গর্ব নিয়ে ফিরে তাকাতে পারবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post