স্পোর্টস ডেস্কঃ ইউরো বাছাইপর্বের ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে ঘটেছে গোলাগুলির ঘটনা। বেলজিয়ামের ব্রাসেলসে কিং বাউডোইং স্টেডিয়ামের বাইরে সোমবার এ ঘটনা ঘটে। ওই সময় ইউরো বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপিয়ান ফুটবলের শক্তিশালী দুই দেশ বেলজিয়াম এবং সুইডেন।
প্রথমার্ধ শেষে বিরতির সময় দুই দলের এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ব্রাসেলসে দুষ্কৃতকারীদের গুলিতে দুই সুইডিশ নাগরিক নিহত হওয়ার পর এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি নিরাপত্তার কারণে দর্শকদেরও স্টেডিয়াম থেকে বের হতে দেওয়া হয়নি।
বেলজিয়াম-সুইডেন ম্যাচের প্রথমার্ধের খেলায় ছিল ১-১ সমতা। ভিক্টর গায়কোরেসের গোলে ম্যাচ শুরুর ১৫ মিনিটেই এগিয়ে যায় সুইডেন। ৩১ মিনিটে গোল শোধ করেন বেলজিয়ামের রোমেলু লুকাকো। স্পটকিকে লক্ষ্যভেদ করেন তিনি। ১-১ সমতা নিয়েই টানেলে ফেরে দুই দল।
এরপরেই দুই দলকে জানানো হয় ব্রাসেলসে সন্ত্রাসী হামলার খবর। ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগে স্টেডিয়াম থেকে ৫ কিলোমিটার দূরে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, নিহত দুজন সুইডেনের জার্সি পরিহিত ছিল। এরপরেই দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং উয়েফার কর্মকর্তারা ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নেন।
উয়েফার দেওয়া বার্তায় বলা হয়, ‘আজ সন্ধ্যায় ব্রাসেলসে সন্দেহভাজক সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে বেলজিয়াম এবং সুইডেনের মধ্যকার ২০২৪ সালের ইউরো বাছাইপর্বের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post