স্পোর্টস ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন স্টেডিয়ামগুলোতে খেলা ছাড়া অন্য কোনো আয়োজন করা যাবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা নতুন করে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকদের জানিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ৩০ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিদর্শনকালে এমন নির্দেশনা দেন। কিন্তুু প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মানা হচ্ছে না। খেলা নেই, স্টেডিয়ামগুলো ব্যবহার হয় নানা কাজে। মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত থাকে স্টেডিয়ামগুলো। কোনো কোনো ক্ষেত্রে খেলাধুলারও সুযোগ মিলে না।
প্রধানমন্ত্রীর নিদের্শনার পর জাতীয় ক্রীড়া পরিষদ আগে আরো দু’বার চিঠি দিয়েছে সকাল জেলা ক্রীড়া সংস্থার সভাপতিকে। কিন্তুু এরপরও স্টেডিয়ামগুলোতে খেলার বাইরে নানা আয়োজন হয়ে থাকে। যার কারণে পুনরায় তৃতীয়বারের মতো চিঠি দেওয়া হয়েছে। ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) শাহ হাবিবুর রহমান হাকিম জানিয়েছেন, সোমবার তৃতীয়বারের মতো চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে’ বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো স্টেডিয়ামগুলোতে খেলার বাইরে অন্য কোনো আয়োজন না করার জন্য। মেলা, সাংস্কৃতিক অনুষ্টানসহ যে কোনো অনুষ্ঠান যেনো স্টেডিয়ামে না করা হয়। একই সঙ্গে ক্রীড়া পরিষদ নির্দেশনা দিয়েছে, স্টেডিয়ামগুলোর গেইট খুলে রাখার জন্য। যাতে সাধারণ মানুষ যে কোনো সময় মাঠে গিয়ে খেলাধুলা করতে পারেব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post