স্টেডিয়ামের ছাদ ধস, স্থগিত ম্যাচ

0
61

স্পোর্টস ডেস্কঃ চিলির শীর্ষ লিগের দল কোলো কোলোর অনুশীলনে স্টেডিয়ামের ছাদ ধসে পড়েছে। এই ঘটনায় ৮ জন সমর্থক আহত হয়েছেন। প্রিয় দলের অনুশীলন দেখতে গ্যালারিতেই ছিলেন দর্শকরা। তখন ছাদ ধসে পড়ে তাদের উপর।

রোববার ডার্বি ম্যাচে ইউনিভার্সিদাদ কাতোলিকার মুখোমুখি হওয়ার কথা ছিল কোলো কোলোর। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে আয়োজকরা। জানা গেছে আগামী মঙ্গলবার স্থগিত হওয়া এই ম্যাচ মাঠে গড়াবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামটির গ্যালারিতে নেচে, গেয়ে উল্লাস করছিল শত শত সমর্থক। বেশ কয়েক জন বসেছিল বিজ্ঞাপনের জন্য তৈরি কাঠানোর ওপর। সেটিই একটা পর্যায়ে ভেঙে পড়ে। 

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে কোলো কোলো জানায়, আহত কয়েকজনকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কতজন আহত হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি ক্লাবটি। 

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here