স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কার মধ্যে যখন ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা, তখনি সফর থেকে নিরাপত্তার শঙ্কায় সে দাড়ান নিয়মিত অধিনায়ক ইয়ান মরগান। সর্বােচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়ে শঙ্কার মধ্যেই ঢাকায় আসে ইংল্যান্ড ক্রিকেট দল।
ঢাকায় পৌছেই দলটি ক্রিকেটীয় উৎসবেই মেতে উঠে। যেখানে তাদের তিক্ততার স্বাদ হয়েছে অনেক। কস্ট করেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। জেতা সিরিজ অল্প ভূরের জন্য হাতছাড়া করেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজতো জিততেই পারেনি। উল্টো হারার শঙ্কাই হয়েছিলো। চট্টগ্রামে প্রথম টেস্ট বাংলাদেশ ২২ রানে জিতে নিলেই সিরিজ জিততো স্বাগতিকরা। প্রথম টেস্ট কষ্ট করে জিতেছে ইংল্যান্ড, আর দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে অনেকটা উড়িয়েই দিয়েছে বাংলাদেশ।
মেহেদি হাসান মিরাজ-সাকিব আল হাসানদের স্পিন ঘূর্ণির বিপক্ষে একাই লড়াই করে গেছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। শুধু ব্যাট হাতেই নয়, তার বোলিং তোপেও দুই টেস্টেই দিশেহারা হয়েছে বাংলাদেশ। এই সিরিজে ব্যাট হাতে তার সংগ্রহ ১২৮ রান। আর বল হাতে তুলে নিয়েছেন ১১টি উইকেট।
স্টোকসের এমন পারফরম্যান্সে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে এই সিরিজের পারফরম্যান্স দেখে রেটিং করেছেন জনপ্রিয় এই ইংলিশ ধারাভাষ্যকার। সেখানে তিনি স্টোকসকে দশে সর্বোচ্চ ৮.৫ নম্বর দেন। সেখানেই জানান, স্টোকস না থাকলে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশই হতো ইংল্যান্ড।
নাসের বলেন, ‘ব্যাটে-বলে চট্টগ্রামে স্টোকস ছিল অনবদ্য। ঢাকা টেস্টে স্টোকস হয়তো অতটা ভালো করেনি কিন্তু এই সফরে স্টোকস না থাকলে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে লজ্জায়ই পড়তে হতো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০