‘স্টোকসকে চোটমুক্ত করাই চ্যালেঞ্জ এখন আমাদের’

0
57

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে হইচই ফেলে দিয়েছিলেন বেন স্টোকস। এই তারকা ক্রিকেটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শেষে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। তবে এত টাকা খরচ করেও, স্টোকসের কাছ থেকে সেরা সার্ভিস পাচ্ছে না চেন্নাই।

আসরের শুরুতে মাত্র ২ ম্যাচ খেলতে পেরেছেন স্টোকস। ব্যাটে-বলে খুব একটা পারফর্ম করতে পারেননি। তার ওপর ইনজুরি সমস্যা। ভারতে আইপিএল খেলতে আসার আগে চোট পাওয়ায় ইনজেকশন নিয়েই খেলতে এসেছিলেন। তবে সেটা বেড়ে যাওয়ায় খেলতে নামতে পারেননি।

সেখান থেকে অনেকটাই খেলার মতো ফিট হয়েছিলেন। তবে নতুন করে আবার অনুশীলনে চোট পেয়েছেন। যার ফলে আরও অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন এই তারকা। এখন তাঁকে ফিরে পাওয়ায়ই চ্যালেঞ্জ চেন্নাইয়ের জন্য।

স্টোকসের চোটের খবর নিশ্চিত করে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘অনুশীলনের সময় স্টোকস নতুন করে চোট পেয়েছে। এখন বিশ্রামে রাখা হয়েছে। তাঁকে ফিরে পাওয়ার জন্য আমাদের পূর্ণ মনোযোগ। তাঁকে চোটমুক্ত করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

ফ্লেমিং আরও বলেন, ‘আমরা নির্দিষ্ট করে কোনো দিন বলতে চাচ্ছি না। তাঁকে পেতে এক সপ্তাহও লাগতে পারে। তবে এই মুহূর্তে খেলার মতো অবস্থানে নেই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here